The fate of a vaiṣṇava-offender and the supporting guru

বৈষ্ণব-অপরাধী শিষ্য ও সমর্থনকারী গুরুর গতি

বৈষ্ণবের নিন্দা করিবেক যা’র গণ ।
তার রক্ষা-সামর্থ্য নাহিক কোন জন ॥
বৈষ্ণব-নিন্দকগণ যাহার আশ্রয় ।
আপনেই এড়াইতে তাহার সংশয় ॥
বড় অধিকারী হয়, আপনে এড়ায় ।
ক্ষুদ্র হৈলে – গণ-সহ অধঃপাতে যায় ॥

শ্রীচৈতন্যভাগবত (মধ্যলীলা/২২/১২৮-১৩০)

বৈষ্ণবের শিষ্যাভিমানে অপর বৈষ্ণবকে নিন্দা করিলে কখনও বৈষ্ণবগুরু তাদৃশ শিষ্যকে রক্ষা করেন না। শ্রীনিত্যানন্দের অবজ্ঞা করিয়া অদ্বৈতের স্তাবক-গণের গৌরবপাত্র হইবার চেষ্টা করিলে অদ্বৈতপ্রভু কখনও সেই দুষ্ট মত সমর্থন করেন না। যাহারা গুরুর আসন লাভ করিয়া বৈষ্ণবনিন্দা করেন ও বৈষ্ণবনিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন, তাহাদের অধঃপতন অবশ্যম্ভাবী।
উৎস: শ্রীগৌড়ীয়ভাষ্য - শ্রীরূপানুগবর্য্য গৌড়ীয়- আচার্য্যভাস্কর প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর।


The fate of a vaiṣṇava-offender and the supporting guru

vaiṣṇaver nindā karibeka yāra gaṇa ।
tāra rakṣā-sāmarthya nāhika kona jana ॥
vaiṣṇava-nindakagaṇa yāhāra āśraya ।
āpanei eḍāite tāhāra saṁśaya ॥
baḍa adhikārī haya, āpane eṛaya ।
kṣudra haile - gaṇa-saha adhaḥpāte yāya ॥

Śrī Caitanya Bhāgavata (Madhyalīlā/22/128-130)

A Vaishnava-Guru never protects such a disciple who offends other Vaishnavas due to his pride of being a disciple of a Vaishnava. Advaita Prabhu never supports any ill-motives of those who try to become favorites of the pseudo-followers of Advaita by neglecting Sri Nityananda. Those who, after acquiring the positions of Guru, blaspheme Vaishnavas or support the side of disciples who are Vaishnava-offenders, will certainly be destined to fall.
Source: Śrī Gauḍīya Bhāṣya - Śrī Rūpānug Ācāryabhāskar Prabhupād Śrīla Sarasvatī Ṭhakur

More